বড়ো মিশনের আগে মন্দিরে PSLV-C49-এর রেপ্লিকার পুজো করল ইসরো

চন্দ্রযান-২ এর পরে শনিবার শুরু হবে ইসরোর আরও একটি বড়ো মিশন। আর সেই মিশনে যাতে কোনও বাধা-বিপত্তি না আসে তাই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-এর বিজ্ঞানীরা গেলেন মন্দিরে পুজো দিতে। চন্দ্রযান-২ মহাকাশে পাঠানোর আগেও মন্দিরে এসে পুজো দিয়েছিলেন তাঁরা। তবে কথায় আছে, যেখানে বিজ্ঞান থাকে সেখানে ভগবানের জায়গা নেই। তাহলে বিজ্ঞানের আরাধনা করে মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করতে কেন গেলেন ইসরোর বিজ্ঞানীরা? প্রশ্ন উঠছে নেট দুনিয়ায়। তবে সেই সব সমালোচনায় কান না দিয়েই নিজেদের বড়ো মিশনের আগে মন্দিরে এসে পুজো করে গেলেন ইসরোর বিজ্ঞানীরা।

আগামীকাল শনিবার ইসরোর PSLV-C49 রকেটে করে মহাকাশে পাঠানো হবে মোট নটি স্যাটেলাইট। যার মধ্যে থাকবে তিনটি বিদেশি স্যাটেলাইট। কাল বিকেল ৩:০২ এ শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে মহাকাশে উৎক্ষেপন করা হবে PSLV-C49 কে। চন্দ্রয়ান-২ এর পর থেকেই এই নটি স্যাটেলাইটকে মহাকাশে পাঠানোর কাজ শুরু হয় ইসরোতে। লকডাউন সময়কালীন এই নটি স্যাটেলাইট লঞ্চ করার কথা ছিল। তবে কোভিড পরিস্থিতিতে পিছিয়ে যায় মিশন। যেই স্যাটেলাইটগুলি পাঠানো হবে মহাকাশে সেগুলি মূলত আবহাওয়া কেন্দ্র স্যাটেলাইট। যার মধ্যে রয়েছে ভারতের RISAT স্যাটেলাইট সিরিজও। অর্থাৎ, আবহাওয়ার খবর দিতে সাহায্য করবে এই স্যাটেলাইটগুলি। মহাকাশ থেকে আবহাওয়া পরিবর্তনের সমস্ত তথ্য ভারতে পাঠাবে এই স্যাটেলাইটগুলি। এই স্যাটেলাইটগুলি থেকে পাঠানো হবে ভারতের আবহাওয়ার নানা ছবি।

Comments are closed.