‘একবার শুনলাম মিটে গেছে, এখন শুনছি এই সব’, শুভেন্দু ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

শুভেন্দু ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারীর হোয়াটস অ্যাপ প্রসঙ্গে শাসক দলকেই বিঁধে তিনি বলেন, শুভেন্দুকে খুশি করতে ‘বুড়ো খোকারা’ নেমেছিলেন। কাল রাতে আমার কাছে ফোন এল, শুনলাম সব ঠিক হয়ে গিয়েছে। সকলের হাসিমুখ। আবার শুনছি এসব। দিলীপের কটাক্ষ, “যুবকরা কিছুতেই তৃণমূলের বুড়ো খোকাদের কথা শুনছে না।” 

অভিষেক ব্যানার্জি, প্রশান্ত কিশোরের সঙ্গে মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারীর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন ‘মধ্যস্থতাকারী’ সৌগত রায়। তখন দিলীপবাবুর প্রতিক্রিয়া ছিল ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’। কিন্তু বুধবার বেলা গড়ার সঙ্গে সঙ্গে শুভেন্দুর সঙ্গে তৃণমূলের সম্পর্কের অবনতিতে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।

এদিকে শুভেন্দু প্রসঙ্গে অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করেছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। শুভেন্দু বিজেপিতে যোগ দিতে চাইলে স্বাগত জানিয়েছেন দুই বিজেপি নেতাই। কৈলাসের কথায়, এটা হওয়ারই ছিল। উনি গণ আন্দোলনের ফসল। সিদ্ধান্ত নিলে আমরা ভাবব।

Comments are closed.