রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মমতা সরকারকে বিঁধেছিলেন অমিত শাহ। সোমবার তার পাল্টা এলো মমতা ব্যানার্জির কাছ থেকে। বললেন, উনি যা বলেছেন তা মিথ্যেয় ভরা। আগামীকাল তথ্য, প্রমাণ সহ সব উত্তর দেবো।
রবিবারের সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, কর্মসংস্থান বিষয়টি বিচ্ছিন্ন ব্যাপার নয়। রাজ্যে শিল্পের বিকাশ হলেই কাজের প্রয়োজন বাড়বে। তাতে কর্মসংস্থান হবে। বাংলায় দিদির রাজত্বে তা অনুপস্থিত। অমিত শাহ বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এসে সেই ইকো সিস্টেম তৈরি করবে। তাতে শিল্প যেমন হবে, তেমনই কর্মসংস্থানের সুযোগ বাড়বে। চাকরি পাবে বাংলার তরুণ-তরুণীরা।
সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি অমিত শাহের মিথ্যে ভাষণের জবাব দেবেন।
অমিত শাহকে কী জবাব দেবেন মমতা?
অমিত শাহ মমতা ব্যানার্জি কংগ্রেস ত্যাগ করেছিলেন বলে দাবি করেছিলেন। তৃণমূলের দাবি ১৯৯৮ সালে মমতা দলবদল করেননি বরং তৃণমূল তৈরি করেছিলেন।
শাহ নিজের সাংবাদিক বৈঠকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে রাজ্যবাসীকে বঞ্চিত করার অভিযোগ করেছিলেন। তৃণমূল বলছে, স্বাস্থ্যসাথী অনেক আগের প্রকল্প এবং এতে কেন্দ্রীয় প্রকল্পের চেয়েও বেশি সুযোগ পাচ্ছেন রাজ্যের প্রতিটি মানুষ।
পিএম কিসানের ৬ হাজার টাকা দিতে দেননি মমতা। বাংলার কৃষকরা বঞ্চিত, অভিযোগ ছিল শাহের। পাল্টা রাজ্যের শাসক দল বলছে একর প্রতি কেন্দ্রীয় প্রকল্পের চেয়ে রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে অনেক বেশি সুবিধা পান কৃষকরা।
দেড় বছরে ৩০০ বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল বলে তোপ দেগেছিলেন অমিত শাহ। তার উত্তরে তৃণমূল আঙ্গুল তুলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। রাজ্যের শাসক দলের দাবি, আত্মহত্যার ঘটনাকেও রাজনৈতিক রং দিচ্ছে বিজেপি।
অমিত শাহ অভিযোগ করেছিলেন, মোদীর পাঠানো খাদ্যশস্য তৃণমূল কর্মীরা নিজেরা দখল করেছেন। তৃণমূল বলছে রাজ্যে ২০২১ সালের জুলাই পর্যন্ত ফ্রি রেশন দেবে মমতা সরকার।
নাড্ডার সফরে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তৃণমূলের পাল্টা দাবি নাড্ডার জেড প্লাস নিরাপত্তা বলয়ের মধ্যে একাধিক গাড়ি ও বাইক ঢুকে পড়েছিল কেন? মোদী গরিবদের আবাসন তৈরি নিয়েও অমিত শাহের দাবি মানছে না তৃণমূল।
সব মিলিয়ে অমিত শাহের প্রতি মন্তব্যের তথ্য নিষ্ঠ জবাব নিয়ে তৈরি তৃণমূল নেত্রী। মঙ্গলবার জবাব দেবেন তিনি।
Comments are closed.