পূর্ব মেদিনীপুরের TMC সভাপতি পদ থেকে অপসারিত শিশির
অধিকারীদের বিরোধী বলে পরিচিত নতুন সভাপতি সৌমেন মহাপাত্র
পূর্ব মেদিনীপুর তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল শিশির অধিকারীকে। তাঁর জায়গায় সভাপতি হয়েছেন সৌমেন মহাপাত্র। শিশির বাবুকে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে।
জেলার রাজনীতিতে অধিকারীদের বিরোধী বলেই পরিচিত সৌমেন মহাপাত্র। তাঁকে নিয়ে এসে অধিকারীদের বার্তা দিল তৃণমূল, বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
২৪ ঘণ্টা আগে ডিএসডিএ চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শিশির অধিকারীকে। এবার দলের সংগঠনেও ক্ষমতা কমিয়ে দেওয়া হল তৃণমূল সাংসদের। তৃণমূলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিদের হাতেই সবচেয়ে বেশি ক্ষমতা। চেয়ারম্যান পদমর্যাদায় এগিয়ে থাকলেও বাস্তবে দল চালান সভাপতিরাই। শিশির অধিকারী পূর্ব মেদিনীপুরের সভাপতি থাকাকালিন তাঁর দুই ছেলে বিজেপিতে যোগ দিয়েছেন। স্বভাবতই শিশির ও দিব্যেন্দু কী করবেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। অধিকারীদের তরফেও কোনও জবাব মেলেনি। তৃণমূল শেষ পর্যন্ত পদক্ষেপ নিল শিশির অধিকারীকে দলের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে। এবার কি শিশির বাবুও বিজেপিতে যাবেন? প্রশ্ন উঠছে।
Comments are closed.