LIVE: এক লাইন বাংলা বলে বাংলার মন জেতা যায় না, মোদীকে জবাব মমতার

মমতার মুখে এবার খেলা হবে স্লোগান

বললেন খেলা হবে, আমি গোলকিপার, দেখি কত গোল করতে পারো

একটাও গোল করতে পারবে না, সব গোল পোস্টের উপর দিয়ে যাবে

বাংলায় এসে বলছেন মেয়ে সুরক্ষিত নয়! আপনার উত্তরপ্রদেশ, গুজরাতে মহিলারা সুরক্ষিত?

ঘরের মা-বউদের কয়লা চোর বলছেন! আপনার লজ্জা করে না?

সমস্ত কয়লা চোর আপনার পাশে ঘুরছে, আপনার সারা গায়ে ময়লা লেগে আছে

ডানলপের মালিক রুইয়ার বাড়িতে বিজেপি নেতারা থাকেন

তাই ডানলপ খোলা নিয়ে একটাও কথা নেই প্রধানমন্ত্রীর মুখে

দেবলীনা, সায়নীকে কী অপমান করেছে বিজেপি! মহিলাদের সম্মান দেওয়া শেখেনি নাকি?

বিজেপিতে মেয়েরা সুরক্ষিত নয়, অনেকে মুখ বুজে বসে আছে, বলতে পারছে না, বিজেপিতে মেয়েদের পাঠাবেন না

মিডিয়া যা বলবে সব বিশ্বাস করবেন না, ফেক ভিডিও তৈরী করছে বিজেপি 

আমরা প্রায় দু লক্ষ কোটি টাকা খরচ করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছি, ভবিষৎতে আরও দেব  

জুন থেকে বিধবাদের ভাতা এক হাজার টাকা করে 

পুরোহিতদের ভাতা এক হাজার টাকা করে 

আমাদের টার্গেট আগামী পাঁচ বছরে দেড় কোটি বেকারের চাকরি 

বাংলায় বিজেপি হারলেই দেশ থেকে বিদায় 

মোদী বাংলা শাসন করবে না,  বাংলা বাংলা শাসন করবে

আগের বার আদিসপ্ত গ্রামে ভোট পাইনি, নিশ্চয় আমাদের ভুল ছিল 

ট্রাম্পের চেয়ে খারাপ হাল হবে মোদীর

 

Comments are closed.