করোনা সংক্রমিত রাজ্যের আরও এক মন্ত্রী তাপস রায়, মৃত্যু বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের

করোনা সংক্রমিত রাজ্যের আরও এক মন্ত্রী। করোনা সংক্রমিত হয়ে বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়।

বৃহস্পতিবারই করোনা পরীক্ষা করিয়েছিলেন তাপস রায়। রাত ১০ টা নাগাদ স্বাস্থ্য দফতর থেকে তাঁকে জানানো হয়, রিপোর্ট পজিটিভ এসেছে। পরে রাত ১১টা নাগাদ তাপস রায়কে ভর্তি করানো হয় মেডিক্যাল কলেজে। মন্ত্রীর পারবার সূত্রে জানা ‌গিয়েছে, তাঁর কোনও উপসর্গ নেই। মন্ত্রীর স্ত্রী এবং মেয়ে হোম আইসোলেশনে রয়েছেন।

এর আগে রাজ্যের একাধিক বিধায়ক ও মন্ত্রী করোনা সংক্রমিত হয়েছেন। অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে বৃহস্পতিবারই করোনা সংক্রমণে মৃত্যু হয় বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের। এদিন বিকেলে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫২ বছর। ২০১১ সালে কংগ্রেস ও তৃণমূলের জোট প্রার্থী হিসেবে ইন্দাস বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন গুরুপদবাবু। ২০১৬ সালে দ্বিতীয়বার বিধায়ক হন তিনি।

 

Comments are closed.