দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

দিল্লির অগ্নিকাণ্ডের শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে শুক্রবার বিকালে একটি ৪ তলা বাড়িতে আগুন লাগে। ঘটনায় শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ২৭ জন। তিনি লেখেন, ঘটনায় অত্যন্ত মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

https://twitter.com/MamataOfficial/status/1525178103030353920?t=mJDyBPlezKV7fOfbAivBgg&s=19

এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৪০ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দুই মালিক। দিল্লি দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, ওই বাড়িতে যে অফিস ছিল, সেখানকার মালিকরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা ‘এনওসি’র জন্য আবেদনই করেননি। বেশির ভাগ অফিস দমকল বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেয়নি। মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ওই বাড়িতে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। দ্বিতীয়তলে ছিল সিসিটিভি ক্যামেরা ও রাউটার নির্মাণকারী একটি অফিস। সেই অফিসেই প্রথম আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।

Comments are closed.