কন্যাশ্রী থাকলেও মমতার আমলে বাংলার নারী শ্রী-হীন, আক্রমণ লকেট চ্যাটার্জির
লকেটের দাবি বিজেপি ক্ষমতায় এসে বাংলার মেয়েদের প্ৰকৃত উন্নয়ন হবে।
কন্যাশ্রী, রূপশ্রী থাকলেও বাংলায় মেয়েদের আসল শ্রী অর্থাৎ সম্মান নেই। আন্তর্জাতিক নারী দিবসে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। লকেটের দাবি বিজেপি ক্ষমতায় এসে বাংলার মেয়েদের প্ৰকৃত উন্নয়ন হবে।
সোমবার নারী দিবসে উপলক্ষে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। রোড-শো শেষে সভামঞ্চ থেকে নারী সুরক্ষা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। পরিসংখ্যান তুলে ধরে মমতার দাবি, ধর্ষণে শীর্ষ স্থানে রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ। তারপরই সাংবাদিক বৈঠকে মমতার অভিযোগের পাল্টা উত্তর দেন বিজেপি নেত্রী লকেট। তাঁর দাবি, পশ্চিবঙ্গ সরকার NCRB বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোকে সঠিক তথ্য দেয় না। লকেটের অভিযোগ, বাংলায় মেয়েরা নির্যাতিত হলে থানায় অভিযোগ নেওয়া হয় না। সেইসঙ্গে জোড়াবাগান, কামদুনি সহ একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে এনে বলেন, কামদুনির নির্যাতিতা এখনও সুবিচার পায়নি। জোড়াবাগানের ঘটনারও সঠিক তদন্ত হয়নি বলে দাবি করেন বিজেপি সাংসদ।
[আরও পড়ুন- চাল দেব বিনা পয়সায়, গ্যাস কিনতে হবে ৯০০ টাকায়! ডোরিনা ক্রসিং থেকে মোদীকে তোপ মমতার]
লকেটের অভিযোগ, উত্তরবঙ্গের চা বাগানে বহু মহিলা নিখোঁজ হন। তাদের বাইরের রাজ্যে বিক্রি করে দেওয়া হয়। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ বলেই বাংলায় নারীরা সুরক্ষিত নয় বলেও দাবি করেন লকেট চ্যাটার্জি।
Comments are closed.