২৬ মার্চ ‘ভারত বন্ধ’ এর ডাক কৃষক সংগঠনগুলির
দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ আন্দোলনের চার মাস পূর্ণ হবে ২৬ মার্চ।
কেন্দ্রীয় সরকারের নয়া ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ফের ২৬ মার্চ ভারত বন্ধের ডাক দিল কৃষক ও ক্ষেতমজুর সংগঠনগুলি। নয়াকৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ আন্দোলনের চার মাস পূর্ণ হবে ২৬ মার্চ। তাই সেদিন কৃষক সংগঠনগুলি ভারত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
নয়াকৃষি আইনের বিরোধিতার পাশাপাশি এবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি ও রেল বেসরকারিকরণ নিয়ে বিক্ষোভের সুর চড়া করবে কৃষকেরা। কৃষক সংগঠনের নেতা বুটা সিং বুর্জগিল জানিয়েছেন, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এবং রেল বেসরকারিকরণের বিরুদ্ধে আগামী ১৫ মার্চ দেশজুড়ে প্রতিবাদ সভা বেড় করা হবে। রেল বেসরকারিকরণের বিরুদ্ধে সারাদেশের রেলওয়ে স্টেশনগুলিতে বিক্ষোভ সভা বসানো হবে।
দিল্লির সিঙ্ঘু সীমান্তে এক কৃষি সমাবেশে কৃষক নেতা বুটা সাংবাদিকদের জানান, ১৯ মার্চ কৃষকেরা “মন্ডি বাঁচাও ক্ষেতি বাঁচাও” দিবস পালন করবে। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবকেরা দিল্লি সীমান্তে কৃষকদের বিক্ষোভ সভায় যোগ দেবে। কৃষক নেতারা আরও বলেছেন, ২৮ মার্চ হালিকা দহন চলাকালীন নতুন কৃষি আইনের অনুলিপি পুড়িয়ে দেওয়া হবে।
প্রায় ৪ মাস ধরে বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় অবস্থান-বিক্ষোভ চালাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্য থেকে আগত কৃষকেরা। এর আগে গত ৮ ডিসেম্বর ভারতজুড়ে ধর্মঘট পালন করেছিল কৃষক সংগঠনগুলি।
Comments are closed.