গানের সুরে আসর মাতিয়ে ভোট চাইলেন মদন মিত্র, দোসর নচিকেতা

২৯ মার্চ বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবে এই বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। হোলির দিন মদন মিত্র থাকবেন আর গান-বাজনা হবে না, তা আবার হয় নাকি! সোমবার মদনের আয়োজনে বিচিত্রানুষ্ঠানে উপস্থিত ছিলেন নচিকেতা চক্রবর্তী। মদন মিত্র ট্যুইট করে ধন্যবাদ জানালেন নচিকেতাকে। ২৯ মার্চ বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবে এই বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সঙ্গীতের ফাঁকে ফাঁকে চলে মদনের জনসংযোগ।
সোমবার অনুষ্ঠানের রেশ জিইয়ে রেখে মঙ্গলবার বিকেলে ট্যুইট করে লেখেন, ‘A big thank you to…’ অনেক ধন্যবাদ আর কিছু আনন্দের ক্যামেরা বন্দি মুহূর্তে শেয়ার করলেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে।


কামারহাটি কেন্দ্রে পঞ্চম দফায় ভোট। হাতে কিছুটা সময় থাকলেও প্রচার নিয়ে ব্যস্ত মদন মিত্র। রোজই জনসভা, রোড শো করতে দেখা যাচ্ছে তাঁকে। জয়ের ব্যাপারে ষোলোআনা আশাবাদী মদন মিত্র, বলছেন এলাকার মানুষকে গানের সুরে ভরিয়ে রাখার উদ্দেশ্যেই নচিকেতাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। নচির গানে মানুষের উচ্ছ্বাস বলে দিচ্ছে জয় নিশ্চিত। আর মদন মিত্র নিজে কী বলছেন? মুচকি হেসে জবাব আসে, ওহ, লাভলি!

Comments are closed.