টাকা দিয়ে আশীর্বাদ কিনছেন বাঁকুড়ার প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি! দ্বিতীয় দফার ভোটের দিন বিধিভঙ্গের অভিযোগ বিজেপির।
বৃহস্পতিবার মন্দিরে পূজো দিয়ে বেরিয়ে কয়েকজন দুঃস্থ মানুষের হাতে টাকা তুলে দিয়ে আশীর্বাদ নেন সায়ন্তিকা। এরপর বাঁকুড়ার বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভোটারদের কাছে একইভাবে আশীর্বাদ চেয়েছেন বলে অভিযোগ। ভোটের দিন এভাবে আশীর্বাদ চাওয়া নির্বাচনী বিধিভঙ্গ বলে দাবি গেরুয়া শিবিরের।
বিজেপির দাবি, ভোটের দিন এভাবে প্রচার করা যায় না। নির্বাচনের সঠিক নিয়ম না জেনেই ভোটের ময়দানে নেমে পড়েছেন সায়ন্তিকা। বিভিন্ন বুথে বুথে ঘোরার সময় সাক্ষাৎকারে আশাবাদী সায়ন্তিকা জানান, লড়াই যত কঠিন হবে। জেতার মজাও তত বেশি। মানুষের ভালোবাসা আর আশীর্বাদ নিয়েই জিতে যাব।
অন্যদিকে, খড়গপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জীর বিরুদ্ধেও বিধিভঙ্গের অভিযোগ ওঠে। বিজেপির প্রতীক নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢোকায় অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দুই ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনী সব দেখেও কেন চুপ! প্রশ্ন তৃণমূল, বিজেপি দুই পক্ষরই।
Comments are closed.