ভোটের আগের রাতে বিজেপি কর্মীর মা’কে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গোঘাটের বদনগঞ্জ এলাকায়। মৃতা মাধবি আদক নিজেও প্রত্যক্ষ ভাবে বিজেপি করতেন বলে জানা যাচ্ছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
নির্বাচনে কমিশনে ঘটনার রিপোর্ট জমা পড়েছে। জানা যাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্টে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন মেলেনি।
মৃত মহিলার নাম মাধবী আদক, বয়স পঞ্চাশ। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, সোমবার রাত থেকে স্থানীয় তৃণমূল কর্মী, এবং পাশের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বেশ কিছু দুষ্কৃতী এলাকায় ঢুকে বেছে বেছে বিজেপি সমর্থকদের বাড়ি গিয়ে আক্রমণ চালায়। গুণ্ডাবাহিনীর হাতে রক্ষা পায়নি আদক পরিবার।
অভিযোগ, এলাকায় বিজেপি সমর্থক নামে পরিচিত মৃত মাধবী দেবীর ছেলেকে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে ব্যাপক মারধর করতে শুরু করে। সেই সময় ছেলেকে বাঁচতে মাধবী দেবী এগিয়ে গেলে, তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ, বন্ধুকের বাট দিয়ে তাঁকে মারা হয়। বুকে লাথি মারা হয়। সোমবার রাতেই মাধবী দেবীর মৃত্যু হয়।
রাতে এলাকায় পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকার মানুষ।
সোমবার রাতেই মৃতের বাড়িতে যান গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে ভোট প্রভাবিত করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিজেপির। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ঘটনার জেরে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Comments are closed.