প্ররোচনামূলক মন্তব্যের প্রেক্ষিতে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা তৃণমূলের সুজাতা মণ্ডল ও বিজেপির সায়ন্তন বসুর। রবিবার সন্ধে ৭ টা থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। সোমবার সন্ধে ৭ টা পর্যন্ত তাঁরা প্রচার করতে পারবেন না।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে সেন্সর করেছে কমিশন। এবার সুজাতা মণ্ডল ও সায়ন্তন বসু, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার আওতায় এলেন এই দু’জন।
তৃণমূল সহ বিরোধী দলেরা সায়ন্তন বসুর শীতলকুচি মন্তব্যের প্রেক্ষিতে কমিশনে নালিশ জানিয়েছিল। তারপর রবিবার কমিশন ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করে। তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে কমিশনে গেছিল বিজেপি। তারপর সুজাতা মণ্ডলের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করল কমিশন।
Comments are closed.