৬০০ টাকা/ডোজ, প্রাইভেটে কোভিশিল্ড টিকার দাম সর্বোচ্চ ভারতে
প্রথম পর্যায়ে ১০০ মিলিয়ন ডোজ ভারত সকারকে ২০০ টাকার বিশেষ মূল্যে দেওয়া হয়েছে
সিরাম ইন্সটিটিউটের দাবি ছিল, তাদের কোভিশিল্ড ভ্যাকসিন বিশ্বে সবচেয়ে সস্তা ভারতেই। এর মধ্যেই একই টিকার ৩ রকম দাম নিয়ে তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। সিরাম জানিয়েছে, তারা কেন্দ্রকে যে টিকা দেবে ১৫০ টাকায় সেই টিকা রাজ্য সরকার কিনবে ৪০০ টাকায় এবং বেসরকারি উদ্যোগ এই টিকা পাবে ৬০০ টাকায়। মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধীরা এর প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। দুই নেত্রীরই চিঠিতে প্রশ্ন একটাই, এটা কি ব্যবসার সময়?
ভ্যাকসিন নিয়ে কেন্দ্র রাজ্যের দ্বৈরথের মধ্যেই ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক প্রভা রাঘবন ও অনিল সাসি বলছেন, ১ মের পর বেসরকারি হাসপাতালে টিকা নিলে তাহলে আপনি বিশ্বের সবচেয়ে দামী কোভিশিল্ড টিকা গ্রহণ করলেন।
সিরামের কর্নধার আদার পুনাওয়ালা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১৫০ টাকায় প্রতি ডোজ সরবরাহ করলেও তাতে মুনাফা হবে। সংবাদ সংস্থা এএনআইকে সিরামের কর্তা বলেন, প্রথম পর্যায়ে ১০০ মিলিয়ন ডোজ ভারত সকারকে ২০০ টাকার বিশেষ মূল্যে দেওয়া হয়েছে। তবে খোলা বাজারে ভ্যাকসিনের প্রতি ডোজের মূল্য ১ হাজার টাকা অর্থাৎ ১৩ ডলার প্রতি টিকার ডোজের জন্য দাম ধার্য করে হবে।
কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতার প্রেক্ষিতে সিরাম সম্প্রতি টিকার নয়া দাম ঘোষণা করে। সেই অনুযায়ী প্রাইভেট হাসপাতালে ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ৬০০ টাকা।
সাংবাদিক প্রভা রাঘবন ও অনিল সাসি বিভিন্ন দেশে টিকার দামের তুলনামূলক সমীক্ষা করে দেখতে পেয়েছেন দামের বিশাল ফারাক। ভারতের বেসরকারি হাসপাতালে ৬০০ টাকা দিয়ে টিকা দেওয়া হবে অর্থাৎ ৮ মার্কিন ডলারের মতো। সেখানে কোভিশিল্ড টিকা দক্ষিণ আফ্রিকা, সৌদি আরবে বিকোচ্ছে ৫.২৫ মার্কিন ডলারে। আমেরিকা ও বাংলাদেশে কোভিশিল্ডের দাম ৪ ডলার। ব্রাজিলে কোভিশিল্ডের দাম ৩.১৫ ডলার। ইংল্যান্ডে এই টিকার দাম ৩ ডলার। ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোতে কোভিশিল্ডের দাম ২.১৫ ডলার থেকে ৩.৫০ ডলারের মধ্যে।
এই হিসেব থেকে একটা জিনিস পরিষ্কার, সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া যতই ভারতে টিকা তৈরি করে সস্তায় দেশবাসীকে টিকা দেওয়ার দাবি করুক না কেন, বাস্তবে বিশ্বে সবচেয়ে দামী টিকা কিনতে হচ্ছে বেসরকারি হাসপাতালে টিকা গ্রহীতাদের।
Comments are closed.