মাদ্রাজ হাইকোর্ট: করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন, খুনের মামলা করা উচিত
কমিশনের জন্যই দেশবাসীকে এমন ভয়াবহ দিন দেখতে হচ্ছে
দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় মূল দোষী নির্বাচন কমিশন। কমিশনের জন্যই দেশবাসীকে এমন ভয়াবহ দিন দেখতে হচ্ছে।
সোমবার নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সঞ্জীব ব্যানার্জি। বললেন, সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ফল গণনা বন্ধ করে দেব।
মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জি জানিয়েছেন, দেশে অতিমারি পরিস্থিতির বাড়াবাড়ির জন্য দায়ী নির্বাচন কমিশনই। তাই প্রয়োজন হলে কমিশনের কর্তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে।
এদিন শুনানির সময় কমিশনের আইনজীবী জানান করোনার সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট তীব্র ভর্ৎসনা করে বলে দেশে যখন ভোটের প্রচার চলছিল, তখন কি আপনারা অন্য গ্রহে ছিলেন? আদালতের নির্দেশ সত্ত্বেও কোভিড প্রোটোকল নিশ্চিত করতে পারেনি কমিশন। এরপর হাইকোর্টের হুঁশিয়ারি, গণনার দিন কোভিড প্রোটোকল মানা নিয়ে কী ভাবছে কমিশন? ৩০ এপ্রিলের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে হবে কমিশনকে। যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়। তবে ২ মে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে।
এদিন হাইকোর্ট আরও বলেছে, জনস্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি যে একটি সাংবিধানিক সংস্থাকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে, এটাই আক্ষেপের বিষয়। কেউ বেঁচে থাকলে তবেই তো গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবেন।
সঞ্জীব ব্যানার্জি আক্ষেপের সুরে জানিয়েছেন, অতিমারির সময় কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে জনস্বাস্থ্যের বিষয়টি মনে করিয়ে দিতে হচ্ছে, এটা লজ্জার।
Comments are closed.