ব্যাঙ্কক থেকে ১৮ টি ট্যাঙ্কার, ফ্রান্স থেকে ২১ টি অক্সিজেন প্লান্ট আমদানি কেজরিওয়ালের
কেন্দ্রীয় সরকার ইতিমিধ্যেই ৫ টি ট্যাঙ্কার দিল্লিকে দিয়েছে
দিল্লিতে অক্সিজেনের সঙ্কট মেটাতে বিদেশ থেকে অক্সিজেন ট্যাঙ্কার আমদানির সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, কেন্দ্রীয় সরকার দিল্লির জন্য যে পরিমান অক্সিজেন বরাদ্দ করেছে, পর্যাপ্ত ট্যাঙ্কারের অভাবে তা পেতে আমাদের সমস্যা হচ্ছে। তাই দিল্লি সরকার ব্যাঙ্কক থেকে ১৮ টি অক্সিজেন ট্যাঙ্কার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকালের ট্যাঙ্কারগুলি এসে পৌঁছাবে।
কেজরিওয়াল জানান, ট্যাঙ্কার আনার ক্ষেত্রে বায়ুসেনার বিমানের সাহায্য চেয়ে আবেদন করা হয়েছিল। কেন্দ্রে এই ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান তিনি। ট্যাঙ্কার এসে পৌঁছলে অক্সিজেন সরবরাহ সংক্রান্ত সমস্যা অনেকটা মিটবে বলে আশাবাদী দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমিধ্যেই ৫ টি ট্যাঙ্কার দিল্লিকে দিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে দিল্লিতে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দেয়। চলতি সপ্তাহে রাজধানীতে ২০ জন রুগী অক্সিজেনের অভাবে প্রাণ হারান।
এদিন সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন,তারা ফ্রান্স থেকে ২১ টি অক্সিজেন প্ল্যান্টের আমদানি করছেন। এই প্ল্যান্টগুলি যে যে হাসপাতালে অক্সিজেনের অভাব রয়েছ সেখানে বসানো হবে।
আগামী এক মাসের মধ্যে দিল্লিতে ৪৪ টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি থাকবে। কেজরিওয়াল জানান, তিনি আশাবাদী, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সবকটি প্ল্যান্টেই অক্সিজেন উৎপাদন শুরু হয়ে যাবে।
Comments are closed.