সুব্রত-শোভন-মদন’রা আপাতত SSKM, ফিরহাদ রয়েছেন প্রেসিডেন্সি জেলেই

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুপুর দুটো থেকে ফের তাঁদের জামিনের শুনানি হবে

বুধবারও জামিন পেলেন না নারদা কাণ্ডে ধৃত রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন মেয়র। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে দুপুর দুটো থেকে ফের তাঁদের জামিনের শুনানি হবে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি, মদন মিত্র এখনও পর্যন্ত SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এদিন শুনানি শুরুর আগে কামারহাটির বিধায়ককে হাসপাতাল থেকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, তাঁর সিটি স্ক্যান হয়নি।

পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। এদিন তিনি বাড়ি থেকে আনা খাওয়ার খেয়েছেন।

ধৃত রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী শোভন চ্যাটার্জিও মঙ্গলবার ভোরে অসুস্থতা অনুভব করায় তাঁকেও SSKM ভর্তি করা হয়েছে। হাসপাতালে ওনার করোনা চিকিৎসা হয়। রিপোর্ট এখনও আসে নি।

অন্যদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিমের জেলে থাকা অবস্থায় জ্বর আসে। তবে তিনি হাসপাতালে যেতে রাজি হননি। জেলে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান। জ্বর থাকায় তাঁর কোভিড টেস্ট হয়। জানা যাচ্ছে পরিবহন মন্ত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

বুধবার তাঁর দুই মেয়ে জেলে আসেন দেখা করতে। জেল সূত্রে খবর, মেয়েদের সঙ্গে দেখা হয়নি ফিরহাদের। জেল সুপারের সঙ্গে কথা বলেই তাঁরা বেরিয়ে আসেন।

Comments are closed.