সোনালী পর্বের জের: ‘বেসুরোদের স্বীকারোক্তি’ ফর্মে মজে সোশ্যাল মিডিয়া

দেবাংশুর প্রশ্ন ২/০৫/২১ অর্থাৎ ফল ঘোষণার পর থেকে দলত্যাগী তৃণমূল নেতাদের কীভাবে দিন কাটছে?

শনিবারই দলে ফেরার আর্জি জানিয়ে তৃণমূল নেত্রীকে চিঠি দিয়েছেন তাঁর এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। সোনালীর চিঠির খবর প্রকাশ্যে আসতেই দলবদলুদের কটাক্ষ করে ‘বেসুরোর স্বীকারোক্তি ফর্ম’ শীর্ষক এক অভিনব ফর্ম-এর কাল্পনিক খসড়া ট্যুইট করেছেন তৃণমূল নেতা দেবাংশু।

কাল্পনিক ‘ফর্ম’ প্রস্তুতিতে নিজেকে ক্রেডিট দিতেও ভোলেননি যুব তৃণমূলের যুব নেতা। ফর্মে ১,২,৩ করে পয়েন্ট করে করে প্রশ্ন রেখেছেন দেবাংশু। নাম, বিধানসভা, লোকসভার পাশাপাশি জানতে চাওয়া হয়েছে ‘বেসুরো’ হওয়ার কারণ, এবং দলে ফিরতে চাওয়া অর্থাৎ ‘সুর’ ফিরে পাওয়ারই বা কী কারণ?

সেই সঙ্গে দেবাংশুর প্রশ্ন ২/০৫/২১ অর্থাৎ ফল ঘোষণার পর থেকে দলত্যাগী তৃণমূল নেতাদের কীভাবে দিন কাটছে? যাঁরা তৃণমূলে ফিরতে চাইছেন তাঁদের উদ্দেশ্যে ৯ নম্বর পয়েন্টে দেবাংশুর প্রশ্ন, আপনি কী নিজেকে ধান্দাবাজ মনে করেন?

ফর্ম তো ফিলাপ হল, কিন্তু জমা দেবেন কোথায়? ফর্ম জমা দেওয়ার ঠিকানায়ও অভিনবত্ব রেখেছেন তৃণমূলের তরুণ সৈনিক। ফর্মের মাথায় ডান দিকে লিখেছেন, জমা দেওয়ার স্থান: নিজের বিবেক।

দলত্যাগী করেই বিজেপি ভরাডুবি দেখে ফের তৃণমূল ফিরতে চাওয়া দলবদলুদের উদ্দেশ্যে তীব্র কটাক্ষে মোড়া দেবাংশু ‘অভূতপূর্ব’ এই আবেদনপত্র ইতিমধ্যেই নেট পাড়ায় ভাইরাল হয়েছে।

Comments are closed.