বাতিল হল চলতি বছরের সিবিএসই দ্বাদশ শ্রেণী ও আইএসসি পরীক্ষা
একটি বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বাতিল করা হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। মঙ্গলবার একটি বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মূলত পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোভিডের কারণে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কিনা, আর হলেও কী প্রক্রিয়ায় হবে তা নিয়ে একটি বৈঠক করেন মোদী। এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্ৰী রাজনাথ সিংহ, প্রকাশ জাভরেকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যান সহ আরও অনেকে। এই বৈঠক থেকে মোদী জানান, এই মুহূর্তে পড়ুয়াদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা সবার আগে চিন্তা করা উচিত। এই অবস্থায় পড়ুয়াদের ওপর কোনও ভাবে চাপ দেওয়া ঠিক নয়।
সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। জানা গেছে, এদিনের বৈঠকের সিদ্ধান্ত আগামী ৩ জুন মামলার দিন কোর্টে জানাবে কেন্দ্র।
অন্যদিকে সিবিএসইর পর বাতিল করা হয়েছে আইএসসি পরীক্ষাও। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরীক্ষা বাতিল হওয়ায় কীভাবে ফলাফল ঘোষণা হবে আইএসসির, তা জানিয়ে দেওয়া হবে শীঘ্রই।
Comments are closed.