প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল; পাশের হারে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা

শুক্রবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হল। করোনার জেরে এবার অন্যান্য পরীক্ষার মত সিবিএসই’র পরীক্ষাও হয়নি। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের।

দ্বাদশ শ্রেণীর ফলাফলে এবারে পাশের হার রেকর্ড সংখ্যক। সর্বমোট পাশ করেছে ৯৯.৩৭%। তবে পাশের হারের নিরিখে ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৯৯.১৩% শতাংশ। ছাত্রীরা পাশ করেছে ৯৯.৬৭%।

ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন পড়ুয়ারা। cbscresult.nic.in ওয়েবসাইটে গিয়েও ফলাফল জানা যাবে।

উচ্চমাধ্যমিকের রেজাল্টের পর রাজ্যের একাধিক স্কুলে ফলাফল নিয়ে অসন্তোষ দেখিয়েছিল কিছু ছাত্রছাত্রী। বিতর্ক এড়াতে সিবিএসই তরফে আগেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে কোনও পরীক্ষার্থী ফলাফল নিয়ে খুশি না থাকলে তিনি লিখিত পরীক্ষা দিতে পারবেন।

সিবিএসই অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও results.gov.in, digilocker.gov.in সাইট গুলিতে গিয়ে রেজাল্ট দেখা যাবে। UMANG অ্যাপ ,SMS করেও ফলাফল জানা যাবে বলে এদিন জানানো হয়েছে।

Comments are closed.