রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায়। পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও। আকাশ ছোঁয়া দামে কার্যত মাথায় হাত আমজনতার। পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবার অভিনব কায়দায় প্রতিবাদ চুঁচুড়ার বিধায়কের।
মঙ্গলবার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এলাকার তৃণমূল কর্মীরা চুঁচুড়ার এক পেট্রোল পাম্পের সামনে গরুর গাড়ি এবং পালকি নিয়ে বিক্ষোভ দেখান।
করোনা বিধি মেনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কর্মী সমৰ্থকেরা। বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, যে ভাবে কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে তাতে আর গাড়ি চড়া সম্ভব না। আগামী দিনে আমাদের সকলকে অতীতেই ফিরে যেতে হবে, তাই এই গরুর গাড়ি, পালকি নিয়ে রাস্তায় নেমেছি। জিটি রোডে বেশ কিছুটা তিনি গরুর গাড়ি সওয়ার হয়ে যান।
মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৯৫ টাকা ২৮ পয়সা। ডিজেল ৮৯ টাকা ৭ পয়সা।
সব মিলিয়ে অতিমারীর জেরে রোজগার হারানো, তার উপর এই মূল্যবৃদ্ধি, দু’য়ের সাঁড়াশি আক্রমণে সাধারণ মানুষের বেঁচে থাকা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।
Comments are closed.