বিগ সাকসেস! অভিনয়ে সেরা শিরোপা অর্জন করলেন ঋতাভরী চক্রবর্তী

আজ থেকে বলতেই পারি, আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে স্নাতক। মঙ্গলবার নিজের স্যোশাল মিডিয়ায় এক গুচ্ছে ছবি পোস্ট করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সেখানেই জানান, নিজের বিষয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি।

২০২০ থেকে ২০২১ টানা এক বছরে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন ঋতাভরী। নিজের শারিরীক অসুস্থতা, করোনা পরিস্থিতি, কিন্তু কখনই মানসিকভাবে ভেঙে পড়েননি বরং সবাইকে ভালো রাখতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

কিন্তু এদিন স্যোশাল মডিয়ায় লম্বা পোস্ট জুড়ে শুধুই খুশির কথা লিখলেন ঋতাভরী। করোনা পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। এ বছরের শুরুর দিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেখানেও ক্লাস চালিয়ে গিয়েছিলেন। পোস্টের ক্যাপশনে ঋতাভরী লিখছেন, শারিরীক কষ্ট থাকলেও আমি পরের ক্লাসের জন্য অপেক্ষা করতাম। আজ পুরস্কার পেয়ে মনে হচ্ছে পড়াশোনার ওপর আমার যে ভালোবাসা তারই জয় হল।

 

মেয়ের শিক্ষা জীবনের সাফল্যে খুশি মা শতরূপা সান্যাল। ঋতাভরীর পোস্ট করা ছবিতে সেই আনন্দ ধরা পড়ল। ছবিতে দেখা গেল মা শতরূপার হাতে গ্রাজুয়েট হওয়ার সম্মান মাথায় তুলে নিচ্ছেন ঋতাভরী। মা-মেয়ের মুখে আনন্দের হাসি, গর্বের হাসি।

ঋতাভরীর বিষয় ছিল ‘অ্যাকটিং ফর ক্যামেরা প্রোগ্রাম’। সেই বিষয়েই প্রথম হয়েছেন তিনি। ঋতাভরী বলছেন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্ণিয়া থেকে হলিউডে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার এই অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি চাই, আমার প্রোজেক্ট কালার্স অফ সাইলেন্স হলিউড প্রোজেক্ট হিসাবে থাকুক। এই সুযোগটা হাতছাড়া করব না।

ওগো বঁধু সুন্দরী ধারাবাহিকের হাত ধরে টলিউডে ডেবিউ ঋতাভরী চক্রবর্তীর। এরপর টেলিভিশনের পর্দা ছেড়ে সরাসরি রুপোলি পর্দায় পা। এক দশকে প্রায় এক গুচ্ছ ছবি করছেন। শুধু টলিউড সিনেমা নয়, বলিউডেও তাঁর পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন। শেষ থেকে শুরু, পারী, টিকিটাকা, চতুষ্কোণের মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি, ‘ব্রক্ষ্মা জানেন গোপন কম্মটি’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে দর্শক মহলে সারা ফেলে দিয়েছিলেন।

Comments are closed.