বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর মামলা সরিয়ে নেওয়ার আবেদন জানালেন মামলাকারী যুব তৃণমূল নেতা।
নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুনের বিরুদ্ধে মামলা করেন যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল। সম্প্রতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ থেকে মামলাটি স্থানান্তরিত হয়ে আসে বিচারপতি কৌশিক চন্দর এজেলাসে। এবার কৌশক চন্দর বেঞ্চ থেকে সেই মামলা সরিয়ে নেওয়ার আর্জি জানলেন মামলাকারী।
নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপি হয়েছে এই অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। মুখ্যমন্ত্রী নিজে এজেলাসে উপস্থিত না থাকার দরুন মামলাটি শোনার জন্য পরবর্তী তারিখ দেন বিচারপতি। আর তারপরেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিচারপতির কিছু ছবি ট্যুইট করে কুণাল ঘোষ, ডেরেক ও’ব্রায়ানরা কৌশিক চন্দকে বিজেপি দরদী বলে দাবি করেন।
আর এর জেরেই এদিন কৌশিক চন্দের বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন করেন মামলাকারীর আইনজীবী অয়ন চক্রবর্তী।
একুশের বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বিজেপির তারকা প্রচারক মিঠুন উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মানিকতলায় থানায় অভিযোগ করেন যুব তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।
Comments are closed.