কেন্দ্র টুইটার সংঘাতের মধ্যে একঘণ্টারও বেশি সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের অ্যাকাউন্ট বন্ধ করল ট্যুইটার। যদিও পরে মন্ত্রী অ্যাকাউন্ট অ্যাকসেস করতে পারেন বলে জানা গিয়েছে।
সম্প্রতি টেলিভিশন চ্যানেলের বিতর্ক সভায় অংশগ্রহণ করেছিলেন রবিশঙ্কর প্রসাদ। বিতর্কসভার সেই ক্লিপিং নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেই কারণেই টুইটারের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ট্যুইটার সূত্রে জানা যাচ্ছে, আমেরিকার ‘ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট’ প্রয়োগ করে তাঁর অ্যাকাউন্টটি প্রায় এক ঘণ্টার জন্য ব্যবহার করতে দেওয়া হয়নি।
একঘন্টা পরে অ্যাকাউন্ট ব্যবহার করতে পেরে সেই ট্যুইটারেই সরব হন রবিশঙ্কর প্রসাদ। একের পর এক টুইটে পুরো ঘটনা জানিয়ে নিজের ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও আইনমন্ত্রী। কোনওরকম নোটিশ না দিয়েই টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, নতুন ডিজিটাল আইনের ৪(৮) ধারা লঙ্ঘন করেছে টুইটার।
বহুজাতিক মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের সঙ্গে ভারত সরকারের বিবাদ ইদানীং অন্য মাত্রায় পৌঁছেছে। কদিন আগেই ট্যুইটারের উপর থেকে আইনি রক্ষাকবচ তুলে নিয়েছে সরকার। নয়া আইটি আইন নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার হ্যান্ডল সাময়িক বন্ধ করার অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
Comments are closed.