পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফের রাস্তায় নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বেলঘড়িয়ার রথতলা থেকে, নীলগঞ্জ রোড হয়ে, বিভা সিনেমার মোড় পর্যন্ত প্রথমে সাইকেল চালিয়ে ও পরে গরুর গাড়িতে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
তাঁর কথায় যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে, এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষকে সাইকেল অথবা গরুর গাড়িতে যাতায়াত করতে হবে। এদিন মদন মিত্রের সঙ্গে ছিলেন তাঁর বহু অনুরাগী। মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জির ছবি লাগানো ছিল তাঁর বুকে। তাঁর সঙ্গে সাইকেল চালাতে দেখে যায় অনুরাগীদেরও।
এরপরেই তাঁকে দেখা যায় গরুর গাড়ির ওপর। যেখানে তাঁর হাতে ছিল একটি লাঠি। রীতিমতো গরুর গাড়ির চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তিনি বলেন, ১০০ টাকা পেট্রোলের দাম মানেই বিজেপির কফিনে শেষ পেরেক।
এরআগে জুলাই মাসে রাস্তায় রিকশা নিয়ে প্রতিবাদ করেছিলেন মদন মিত্র। ভবানীপুরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছিলেন তিনি। এরপর ফের তাঁর এই অভিনব প্রতিবাদ। এদিনও চেনা মেজাজে ছিলেন কামারহাটির বিধায়ক। পড়নে ছিল হলুদ পাঞ্জাবি আর চোখে কালো চশমা।
রাজ্যে অনেকদিন আগেই সেঞ্চুরি করে ফেলেছে পেট্রোল। দুদিন আগে কলকাতায় সেঞ্চুরি করেছে পেট্রোল। করোনায় লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। তারমধ্যে রেকর্ড গড়ে বেড়েছে জ্বালানির দাম। এই অবস্থায় ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও অতিরিক্ত ট্যাক্স মকুবের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। দামবৃদ্ধির প্রতিবাদে ১০ এবং ১১ জুলাই প্রতিবাদ কর্মসূচি পালন করবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
Comments are closed.