প্রকাশিত হল মাধ্যমিকে পরীক্ষার ফল। এইবছর পাশের হার ১০০ শতাংশ। গত বছরের মতন এই বছরও কোনও মেধা তালিকা প্রকাশিত হয়নি। ৬৯৭ নম্বর পেয়ে ৭৯ জন পরীক্ষার্থী প্রথম স্থান পেয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করেন মাধ্যমিক শিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলী।
এবছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯ জন। তাঁদের মধ্যে ছাত্র ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০। ছাত্রী ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯। নবম শ্রেণির মার্কশিট এবং দশম শ্রেণির মূল্যায়ণের ভিত্তিতে এইবছর মাধ্যমিকের পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়েছে।
সকাল ১০টা থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারছেন পরীক্ষার্থীরা।
নিম্নলিখিত ওয়েবসাইটে ফল জানতে পারছে পড়ুয়ারা।
www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com, www.indiaresults.com. www.results.shiksha.
এছাড়াও মোবাইলে www.exametc.com এ রেজিস্ট্রেশন নম্বর বুক করে রাখলে ফলপ্রকাশ হওয়ার পরেই এসএমএসের মাধ্যমে নম্বর জানতে পারে যাচ্ছে।
মধ্যশিক্ষা পর্ষদের ৪৯টি ক্যাম্প থেকে মার্কশিট দেওয়া হবে। মার্কশিটের সঙ্গে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। তবে তা নিতে হবে অভিভাবকদের।
Comments are closed.