অলিম্পিক্সে ইতিহাস ভারতের, ৪১ বছর পর হকিতে পদক জয়

অলিম্পিক্সে ইতিহাস গড়ল ভারত। ৪১ বছর পর হকিতে পদক এল ভারতের ঘরে। জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল।

সোনা জয়ের লক্ষ্যে এগোচ্ছিল ভারত। কিন্তু বেলজিয়ামের কাছে হেরে গিয়ে সেই সুযোগ হাতছাড়া হয়। ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানিকে হারিয়ে দেয় তাঁরা।
শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্ৰধানমন্ত্ৰী।

ভারতীয় হকি দলের জয়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে ১৯৮০ সালে পদক এসেছিল। ৪১ বছরের ব্যবধানে ফের পদক এল ভারতের ঝুলিতে।

শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারতের হয়ে এদিন জোড়া গোল করেন সিমরনজিত সিং।প্রথম কোয়ার্টারে ভারতের থকে দাপট বেশি ছিল জার্মানির। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে শুরুতে ভারতকে সমতায় ফেরান সিমরনজিত সিং। জার্মানির পরপর দুটি গোলে ১-৩ গোলে পিছিয়ে থাকা ভারতকে ম্যাচে ফেরায় হরমনপ্রীত সিংহ ও হার্দিক সিংহ।

দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের স্কোর ছিল ৩-৩। তৃতীয় কোয়ার্টারে ৪-১ গোলে এগিয়ে ছিল ভারত। অবশেষে চতুর্থ কোয়ার্টার শেষে ৫-৩ গোলে এগিয়ে থাকে ভারত। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৫-৪ গোলে ম্যাচ জিতে ইতিহাস গড়েন মনপ্রীত সিংহরা। এই পদক জয়ের পর টোকিও অলিম্পিক্সে চতুর্থ পদক পেল ভারত।

Comments are closed.