শেষ হয়ে গেল লোকসভার বাদল অধিবেশন। নির্ধারিত সময়ের ২ দিন আগেই শেষ হয়ে গেল বাদল অধিবেশন। বিরোধিদের হই হট্টগোলের জেরে প্রত্যাশামতন কাজ হয়নি, তাই অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা।
গত ১৯ জুলাই সংসদে শুরু হয়েছিল এই বছরের বাদল অধিবেশন। অধিবেশনের শুরু থেকেই পেগাসাস, কেন্দ্রের নয়া কৃষি আইন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। যার ফলে বারবার মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা। পেগসাস ইস্যুতে বিবৃতি দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে পেপার নিয়ে ছিড়ে ফেলে দেওয়ার অভিযোগে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ শান্তনু সেনকে।
অন্যদিকে, রাজ্যসভায় কেঁদে ফেললেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় তিনটি কৃষি আইন খারিজ করার দাবিতে বিরোধীরা চেয়ারম্যানের সামনে ‘রিপোর্টারস’টেবিল’-এ।
Comments are closed.