মোদীর নয়, সম্পত্তি দেশের, বিজেপি এভাবে সব বেচতে পারেনা; কেন্দ্রের আর্থিক নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ মুখ্যমন্ত্রীর
মোদী সরকারের ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন বা আর্থিক সংস্কার নীতি নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রীকে তাঁর সরাসরি আক্রমণ, এগুলো মোদীর সম্পত্তি নয়, দেশের সম্পত্তি। বিজেপি এভাবে সবকিছু বিক্রি করে দিতে পারে না।
মোদী সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে আমারা বিস্মৃত। আর্থিক সংস্কারের নীতিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে, আমার বিশ্বাস গোটা দেশবাসী আমার সঙ্গে এই প্রতিবাদে সামিল হবেন। তৃণমূল সুপ্রিমো এদিন সাফ জানিয়ে দেন, আর্থিক সংস্কারের সিদ্ধান্ত শুধুমাত্র বিজেপির নয়, এটা সমগ্র দেশবাসীর বিষয়।
বুধবার সাংবাদিক বৈঠকে পৃথক উত্তরবঙ্গের প্রসঙ্গে সুর চড়ান মমতা ব্যানার্জি। তাঁর কথায়, দেশ বিক্রির চক্রান্ত করার সঙ্গে সঙ্গে বিজেপি ভাবছে বাংলাটাকেও ভাগ করে দেবে। গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে বলেন, বিজেপির নেতাদের কথায় দেশ চলবে না, কোনও মন্ত্রীর কথায় বাংলা ভাগ হবে না, আমরা বাংলা ভাগ হতে দেব না।
উল্লেখ্য সম্প্রতি রেল, রেল স্টেশন, বিমান বন্দর, এয়ারপোর্ট, খনি, তেল ও গ্যাসের পাইপলাইন, বিএসএনএল সহ একাধিক সরকারি ক্ষেত্রকে ব্যবসার কাজে কর্পোরেট সংস্থাকে লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই আর্থিক সংস্কারের মাধ্যমে আগামী চার বছরে সরকারের ৬ লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ রয়েছে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
Comments are closed.