দিলীপ দা’র মন্তব্য শোনার জন্য কেন্দ্রের নেতা-মন্ত্রীরাও টিভির সামনে বসে থাকেন, প্রাক্তনের প্রশংসায় বললেন সুকান্ত
দিলীপ দা’র মন্তব্য শোনার জন্য আমাদের কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও টিভির সামনে বসে থাকতেন। ‘দিলীপ ঘোষ ব্র্যান্ড’টা শুধু ওনাকেই মানায়। রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে বললেন সুকান্ত মজুমদার।
এদিনের সাংবাদিক বৈঠকে নতুন রাজ্য সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতির থাকাকালীন কার্যত রোজই তাঁর কোনও না কোনও মন্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যেত। সকালে মর্নিং ওয়ার্ক থেকে শুরু করে চায়ে পে চর্চা, সবক্ষেত্রেই দিলীপ ঘোষ আলাদাভাবে ছাপ ফেলেছিলেন রাজ্য রাজনীতিতে। নতুন রাজ্য সভাপতিকে এদিন প্রশ্ন করা হয়, দিলীপ ঘোষের মতো তিনিও ঝড়ো ইনিংস খেলবেন কিনা। উত্তরে বালুর ঘাটের সাংসদ জানান, ‘ব্র্যান্ড দিলীপ ঘোষ’ দিলীপ দাকেই মানায়। উনি পশ্চিবঙ্গের ইতিহাসে সফলতম রাজ্যসভাপতি। যে অবস্থায় উনি বাংলার বিজেপিকে পেয়েছিলেন এবং যে জায়গায় আজকে নিয়ে এসেছেন তাতে ওনার অবদান সর্বভারতীয় বিজেপির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারপরেই বিজেপি সাংসদের মন্তব্য, দিলীপ দা কী বলেন, ওনার মন্তব্য শোনার জন্য ভিন রাজ্যের নেতারাও টিভি চ্যানেলের দিকে তাকিয়ে থাকেন।
পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে বলেও এদিন শাসন শিবিরকে তোপ দাগেন সুকান্ত। জানা গিয়েছে খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার মুখমন্ত্রী ভবানীপুরে প্রচার বাতিল করেছেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে আমি একটি নৌকা উপহার দেব যাতে ওনার প্রচার করতে সুবিধা হয়।
সাংবাদিক বৈঠকে সুকান্তর মুখেও এদিন খেলা হবে প্রসঙ্গ উঠে আসে। বলেন, তৃণমূল খেলতে চাইছে যখন তখন আমরাও খেলবো। খেলা তো আর এক পক্ষের মধ্যে হয় না। সময় আসুক আসল খেলা দেখবে রাজ্যবাসী।
Comments are closed.