দলের কোনও মনোনীত সভাপতি নেই, কে সিদ্ধান্ত নিচ্ছেন? নিজের দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল

দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন খোদ কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি বলেন, কংগ্রেসে কোনও মনোনীত সভাপতি নেই। আমরা জানি না কে সিদ্ধান্ত নিচ্ছেন।

পঞ্জাবে একের পর এক নেতা দল ছাড়ছেন। মঙ্গলবার পঞ্জাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নভজোৎ সিংহ সিধু। এই প্রসঙ্গে কপিল সিব্বল বলেন, কেন মানুষজন দল ছাড়ছেন? বিষয়টি খতিয়ে দেখা উচিত। তিনি আরও বলেন, কংগ্রেস হয় কম্যান্ড যাঁদের ঘনিষ্ঠ বলে মনে করছেন, তাঁরা দল ছেড়ে দিচ্ছেন এবং যাঁদের খুব একটা ঘনিষ্ঠ বলে মনে করা হচ্ছে না, তাঁরা দলে থেকে যাচ্ছেন।

পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে মঙ্গলবার ইস্তফা দিয়েছেন নভজোৎ সিং সিধু। কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এরপর মঙ্গলবার নাড্ডার সঙ্গে বৈঠকও করেন তিনি। এবার পঞ্জাবের এই রাজনৈতিক অস্থিরতা নিয়ে মুখ খুললেন কপিল সিব্বল।

এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর গান্ধী পরিবারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন অনেক শীর্ষ স্থানীয় নেতা।

Comments are closed.