কর্নাটকের পুরসভার নির্বাচনে বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস

বিধানসভা নির্বাচনের পর কর্ণাটকে স্থানীয় পুরসভা নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। মোট ১০৫ টি পুরসভার ভাগ্য নির্ধারিত হয় সোমবার। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৩ হাজার আসনের মধ্যে ফল ঘোষণা হয়েছে ২৫৯২ টি আসনের। এর মধ্যে কংগ্রেস জিতেছে ৯৫৪ টি আসনে, বিজেপি জিতেছে ৯০৫ টি আসনে। জনতা দল সেকুলার জিতেছে ৩৬৪ টি আসনে। নির্দলদের ঝুলিতে গেছে ১৯৫ টি আসন। গত ৩১ আগস্ট পুরভোট অনুষ্ঠিত হয়েছিল কর্ণাটকে।
রাজ্যে জোট সরকার থাকলেও এই পুরভোটে জোট করে লড়াই করেনি কংগ্রেস ও জেডিএস, আলাদা আলাদা লড়েছে তারা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ফল প্রকাশের পর বিজেপিকে আটকাতে বিধানসভার কায়দাতেই পরস্পরের হাত ধরতে পারে এই দুই দল। সে ক্ষেত্রে কিছু পুরসভা যেমন কংগ্রেসের দখলে যাবে তেমনই, কিছু পুরসভার দখল পাবে জেডিএস। কর্ণাটকের পুরভোটে এবার রেকর্ড প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছিল।

Comments are closed.