ত্রিপুরায় স্টিয়ারিং কমিটি ও যুব সংগঠন তৈরি করা হবে। এমনিই ঘোষণা তৃণমূল কংগ্রেসের। দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে এই কমিটি ও সংগঠন তৈরি করা হবে।
স্টিয়ারিং কমিটিতে থাকবেন ১৯ জন। তাঁদের নেতৃত্ব দেবেন সাংসদ সুস্মিতা দেব। রাজ্য আহ্বায়ক করা হয়েছে সুবল ভৌমিককে। যুব তৃণমূলের রাজ্য আহ্বায়ক বাপটু চক্রবর্তী।
ত্রিপুরায় ২০২৩ এ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের মাধ্যমে ত্রিপুরা জয়ের লক্ষ্য নিয়েছে তৃণমূল। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে মহিলা ভোটার ৪৯ শতাংশ। এই মহিলা ভোটারদের ভোট পেতে তৃণমূল কাজে লগাচ্ছে সাংসদ সুস্মিতা দেবকে। অসমের প্রাক্তন এই কংগ্রেস সাংসদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলত্যাগ করেছিলেন। অসম এবং ত্রিপুরায় তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।
Comments are closed.