দিল্লির পর উত্তরপ্রদেশ। ফের আদালত চত্বরে শুটআউটের ঘটনা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আদালতেই প্রাণ হারালেন এক আইনজীবী। ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
দিল্লির রোহিনী কোর্টে গুলি চালানোর ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের এক আদালতেও একই ঘটনা ঘটল।
সোমবার যোগী রাজ্যের শাহজাহানপুর জেলা আদালতে কোর্ট চকাকালীনই একদল দুষ্কৃতী হামলা চালায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন ভূপেন্দ্র সিংহ নামে এক আইনজীবী। আদালত চত্বরে ঢুকেই দুষ্কৃতীরা ওই আইনজীবীকে লক্ষ করে এলোপাথারি গুলি চালায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ওই আইনজীবী।
শাহজাহানপুরের পুলিশ সুপার জানান, ঘটনার সময় আদলের তৃতীয়ে তলে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মৃত আইনজীবী। হঠাৎ এক দুষ্কৃতী উপরে উঠে আসে। তারপরেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা আদালত। কিছু বুঝে ওঠার আগেই মেঝেতে পড়ে যান ভূপেন্দ্র। এই ঘটনায় কে বা কারা জড়িত, কী উদ্দেশ্যে খুন তা এখনও জানা যায়নি।
ইতিমধ্যেই খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেন্সিক দল পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য ভরা আদালত চত্বরে দিনে দুপুরে এধরনের গুলি চালানো ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ। ইতিমধ্যেই ঘটনার জেরে তীব্র অসন্তোষ প্রকাশ করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন কয়েকজন আইনজীবী।
Comments are closed.