সাইনবোর্ড হওয়ার জন্য আসিনি, গোয়াতে নতুন সকাল আনতে হবে; সৈকত শহরে গিয়ে বার্তা মমতার

আমিও গোয়ায় সন্তান, এখানে সাইনবোর্ড হওয়ার জন্য আসিনি। প্রথম দিন গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বার্তা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। বৃহস্পতিবার তিন দিনের সফরে গোয়া গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ৩ দিন তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে সৈকত শহরে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকালে তিনি সেখানকার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। আর এই বৈঠক থেকে একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, তৃণমূল কখনও কোনও শক্তির কাছে আপস করে না। আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়। তারপরেই তাঁর ঘোষণা, গোয়াতে সাইনবোর্ড হওয়ার জন্য আসিনি।

বৃহস্পতিবার গোয়াতে পৌঁছানোর পর, তৃণমূল নেত্রীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখায় কয়েকজন। এদিন মমতার বক্তব্যে সে প্রসঙ্গও উঠে আসে। বলেন, আমায় এখানে কয়েকজন কালো পতাকা দেখিয়েছে। বদলে আমি তাঁদের নমস্কার জানিয়েছি। তারপরেই অভিন্ন ভারতের উল্লেখ্য করে তিনি বলেন, আমি দেশের ধর্মনিরপেক্ষতা, অভিন্নতায় বিশ্বাসী করি। আমিও গোয়ার সন্তান। তিনি জানান, রাজনৈতিক কর্মসূচি নিয়ে গোয়ায় প্রথমবার এলেও সৈকত শহরের সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। মমতা বলেন, ১০ বছর রেলমন্ত্রী থাকাকালীন গোয়াতে এসেছি। আন্তর্জাতিক চলচ্চিত্র উদ্বোধনে এসেছিলাম।

বাংলায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, গোয়ায় নতুন সকাল আনতে হবে। আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি। গোয়া শাসন করবে গোয়ার মানুষ। তারপরেই রাজ্যেগুলির অধিকার নিয়ে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। বিজেপিকে আক্রমণ শানিয়ে তাঁর তোপ, দিল্লির দাদাগিরি চলবে না। রাজ্যগুলিকে তাদের অধিকার দিতে হবে।

শুক্রবারের বক্তব্যেও তাঁর নিশানা থেকে বাদ গেল না কংগ্রেস। তাঁর কথায়, সবাই বলছে ওখানে তো কংগ্রেস লড়ছে, আমরা যাচ্ছি কেন? কংগ্রেসকে অনেক বছর সুযোগ দেওয়া হয়েছে। গতবার কংগ্রেসের বিধায়করা গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে এখানে সরকার গড়বে বলে। তারপরেই গোয়া বাসীর উদ্দেশ্য মমতা ব্যানার্জি আবেদন করেন, আপনারা সব দলকে সুযোগ দিয়েছেন, তৃণমূলকেও একবার দিন।

Comments are closed.