শেষ সফরে বলে এসেছিলেন খুব শীঘ্রই তিনি আবার ত্রিপুরা আসবেন। তৃণমূল সূত্রে খবর, ঘোষণা অনুযায়ী অল্প দিনের ব্যবধানে ফের একবার ত্রিপুরা যাচ্ছেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২২ নভেম্বর ফের ত্রিপুরা যাবেন অভিষেক ব্যানার্জি।
২৫ নভেম্বর ত্রিপুরার ১৩টি পুরসভা ৬ টি নগর পঞ্চায়েত সহ মোট ৩২৪ টি ওয়ার্ডে ভোট। তার আগেই ভোট প্রচারে ২২ নভেম্বর সে রাজ্যে যাচ্ছেন অভিষেক।
ইতিমধ্যেই পুরভোটের জন্য দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গ থেকে পাঁচ বিধায়ক সহ ৯ তৃণমূল নেতাকে ত্রিপুরায় পাঠানো হয়েছে। বুধবারই তাঁরা ত্রিপুরার উদ্দ্যেশে রওনা দিয়েছেন। জানা গিয়েছে, প্রত্যেককেই আলাদা আলাদা ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। পুরভোট না মেটা পর্যন্ত তাঁরা ত্রিপুরার মাটি কামড়ে পড়ে থাকবেন। এছাড়াও ভোটের মুখে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, রাজ্য সভার সাংসদ শান্তনু সেনেও ত্রিপুরা যাচ্ছেন।
উল্লেখ্য পশ্চিমবঙ্গ থেকে যে তৃণমূল নেতারা গিয়েছেন তাঁরা হলেন, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বর্ধমান দক্ষিণের খোকন দাস প্রমুখ।
Comments are closed.