গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার পরেও বাদ পড়ল পরিচালক ব্রাত্য বসুর ছবি ‘ডিকশনারি’। আর যা নিয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ব্রাত্যর অভিযোগ, নাম ভুলের অজুহাত দেখিয়ে ছবি বাদ দিলেও এর নেপথ্যে রয়েছে ‘দিল্লির কর্তাদের’ নির্দেশ।
বৃহস্পতিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন পরিচালক ব্রাত্য বসু। ছবি বাদ দেওয়ার প্রতিবাদে উদ্যোগতাদের তীব্র কটাক্ষ করেন তিনি। বলেন, ইমেল মারফত আমাদের জানানো হয়, নামের বানান ভুল থাকার কারণে ‘ডিকশনারি’কে বাদ দেওয়া হয়েছে। উদ্যোগতাদের পক্ষ থেকে প্রযোজককে অন্য ছবি পাঠাতে বলা হয়েছে। তারপরেই চলচ্চিত্র উৎসবের উদ্যোগতাদের তাঁর খোঁচা, ছবি নির্বাচিত হওয়ার সময় ওঁরা মনে হয় আমার রাজনৈতিক পরিচয় জানতেন না। নিশ্চয় আমার পরিচয় জানার পরে দিল্লির কর্তাদের নির্দেশে ছবি বাদ পড়েছে।
সেই সঙ্গে এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি। আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। এর জন্য যদি কোনও ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমার ছবি বাদ পড়ে তাতে কিছু যায় আসেনা।
Comments are closed.