দিল্লিতে প্রায় ৩০ মিনিট অন্ধকারে কাটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবারই দিল্লি সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই সফরের প্রথম দিনেই আধ ঘন্টা অন্ধকারে কাটালেন মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, যান্ত্রিক বিভ্রাটের জেরে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
সোমবার বিকেলে দিল্লি যান মমতা ব্যানার্জি। দিল্লি গেলে তিনি থাকেন অভিষেক ব্যানার্জির বাংলো ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউতে। এই এলাকাতেই হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদরা থাকেন। এর কিছু দূরেই রাষ্ট্রপতি ভবন। এই এলাকা প্রায় ৩০ মিনিটের জন্য অন্ধকার হয়ে পড়ে।
উল্লেখ্য, দিল্লি রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জি। ত্রিপুরায় তৃণমূলের ওপর হামলার ঘটনার নিন্দা করেন তিনি। তিনি বলেন, বিজেপি শাসিত এই রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়েছে। সায়নী ঘোষের মতন নেত্রীকে গ্রেফতার করার তীব্র নিন্দা করেন তিনি। এরপর তিনিব দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে খারাপ ব্যবহারের কথা উল্লেখ করেন। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা জানান মমতা। বলেন, বিএসএফ ইস্যু নিয়ে আলোচনা করব। গায়ের জোরে বিএসএফ এলাকা দখল করতে পারবে না বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাতে রাজ্যের অভাব অভিযোগ জানানো হবে বলে জানান তিনি।
Comments are closed.