দীর্ঘ এক বছরের আন্দোলন শেষে জয় পেয়েছেন কৃষকরা। গুরু নানকের জন্মদিনেরই দিনই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন কৃষকদের দাবি মেনে তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নেবে কেন্দ্র। সোমবার অনুষ্ঠানিকভাবে সংসদের দুই কক্ষেই বিল প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তবে আন্দোলনে সফল হলেও তাঁরা কোনও উদযাপন করবেন না। সোমবার এমনটাই জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।
টিকায়েত এদিন বলেন, এই আন্দোলন করতে গিয়ে আমাদের ৭৫০ জন শহীদ হয়েছেন। এটা উদযাপনের সময় নয়। তিনি আরও বলেন, ৭৫০ জনের আত্মবলিদান দীর্ঘ আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি টিকায়েত এও জানান, কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার করলেও, তাঁদের আন্দোলন চলবে। ফসলের নূন্যতম সহায়ক মূল্য সহ কৃষকদের আরও যে যে দাবি দাওয়া ছিল, সেগুলো না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, অধিবেশনের শুরুর দিনই প্রথমে লোকসভায় ধ্বনি ভোটের মাধ্যমে কৃষি আইন প্রত্যাহারের বিল পাস হয়। এরপর রাজ্যসভাতেও প্রত্যাহার বিল পাস করে কেন্দ্র।
Comments are closed.