সম্প্রতি মেঘালয়ের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তৃণমূল। সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ ১২ জন কংগ্রেস বিধায়ক তৃণমূযে যোগ দেন। যার জেরেই এই রাজনৈতিক পালাবদল। আর যোগদানের পর মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাংমা। সাংবাদিক বৈঠকে সাংমা দাবি করেন, বাংলার পাশাপাশি মেঘালয় রাজ্যেও শাসক আসনে বসবে তৃণমূল। তাঁর আত্মবিশ্বাসী ঘোষণা, আগামী ৩০ থেকে ৪০ দিনের মধ্যেই গোটা মেঘালয় ঘাসফুল পতাকায় ছেয়ে যাবে।
এদিন সাংবাদিক বৈঠক থেকে প্রাক্তন দল কংগ্রেসকেও আক্রমণ শানিয়েছেন মুকুল সাংমা। তাঁর অভিযোগ, দলীয় নীতি মেনে কাজ করতে গিয়ে বিরোধীদের সঠিক দায়িত্ব পালন করতে পারিনি। পাশাপাশি বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, ২০১৮ সালে রাজ্যে ক্ষমতায় নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু মেঘালয়ে কীভাবে সরকার তৈরি হয়েছে তা আপনারা জানেন। তারপরেই প্রাক্তন কংগ্রেস নেতার দাবি, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিই আমাদের সঠিক ন্যায় বিচার দেবেন। বাংলার পাশাপাশি খুব শীঘ্রই মেঘালয়েও ফুটবে জোড়া ফুল।
উল্লেখ্য, তৃণমূলে যোগ দেওয়ার পর সোমবার সাংমা সহ মেঘালয়ের ১২ জন বিধায়ক কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেন। মঙ্গলবার তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি এবং সুব্রত বক্সীও উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে।
Comments are closed.