আন্দোলন করতে গিয়ে কোনও কৃষক মারা গিয়েছেন, এমন তথ্য নেই, তাই আর্থিক সাহায্য সম্ভব নয়; জানালেন কৃষিমন্ত্রী
আন্দোলন করতে গিয়ে ৭৫০ জন কৃষক প্রাণ দিয়েছেন। তাই আন্দলনে জয় পেলেও তাঁরা কোনও উদযাপন করবেন না। এমনটাই জানিয়েছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। যদিও মঙ্গলবার সম্পূর্ণ উল্টো দাবি করল কেন্দ্রের মোদী সরকার। এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সাফ জানিয়েছেন, আন্দলন করতে গিয়ে কোনও কৃষক মারা গিয়েছে, এমন কোনও তথ্য সরকারের কাছে নেই। যার জেরে কোনও ক্ষতিপূরণও কেন্দ্রের তরফে দেওয়া সম্ভব না।
দীর্ঘ এক বছর আন্দলনে যে সকল কৃষকের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের ক্ষতিপূরণ দাবিতে ধারাবাহিকভাবে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল সহ বেশ কিছু বিরোধী দল। এদিও অধিবেশন শুরুর পরেই তৃণমূল সহ অন্যান্য দলের তরফে প্রস্ন করা হয়, কৃষক মৃত্যু নিয়ে কেন্দ্রের কাছে কী তথ্য আছে, মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা।
জানা গিয়েছে বিরোধীদের এই প্রশ্নের জবাবে এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী লিখিত আকারে সংসদে জানান, আন্দলনে একজনও কৃষক মারা গিয়েছেন, এমন কেম তথ্য কেন্দ্রের কাছে নেই। তাই ক্ষতিপূরণও দেওয়া সম্ভব না।
Comments are closed.