সেনার গুলিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবারই নাগাল্যান্ডে তৃণমূলের প্রতিনিধি দল  

সেনার গুলিতে নিহত গ্রামবাসীদের পরিবারের পাশে দাঁড়াতে সোমবারই নাগাল্যান্ড যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল।

আতঙ্কবাদী নিধনের নামে ১৬ জন নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালায় সেনা জওয়ান। রবিবারের এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে তিনি লিখেছিলেন, স্বজনহারা পরিবারের জন্য আমার সমবেদনা, ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত হোক। নিহতেরা ন্যায় বিচার পাক।

এবার নিহত পরিবারের পাশে দাঁড়াতে নাগাল্যান্ড যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল। সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নাগাল্যান্ডের মন জেলায় যাচ্ছেন। থাকবেন প্রসূন ব্যানার্জি, অপরুপা পোদ্দার ও শান্তনু সেনরা। তাঁরা মন জেলায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, রবিবার ভোরে মায়ানমার সীমান্তের কাছে নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ে সন্ত্রাসবাদী নিধনে গিয়েছিল সেনা জওয়ান। ওই সময় কয়লা খনি থেকে বাড়ি ফেরার পথে গ্রামবাসীদের ওপর গুলি চালায় সেনা। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। চাপে পড়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুঃখপ্রকাশ করেছেন। টুইটে তিনি লেখেন, ঘটনায় সিট তৈরী করে তদন্ত হবে। শোকসন্তপ্ত পরিবারগুলি ন্যায় পাবে বলে আমার বিশ্বাস।

Comments are closed.