শুধু ধরনা নয়, সরকার পক্ষের উপর চাপ বাড়াতে এবার অনশনের পথে হাঁটতে চলেছেন সাসপেন্ড হওয়া ১২ সাংসদ। রাজধানী সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, সাসপেন্ড হওয়ার প্রতিবাদে আগামী সপ্তাহে একদিনের জন্য অনশন করতে পারেন তৃণমূল সহ বাকি বিরোধী দলের ১২ জন সাংসদ।
বৃহস্পতিবার প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জানাতে একদিনের জন্য ধরনা মুলতুবি রাখেন সাংসদরা। শুক্রবার সকাল ১০ টা থেকে ফের তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেছেন। আগামী সপ্তাহে প্রতীকী অনশনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। যদিও এ নিয়ে সরকার পক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাদল অধিবেশনে সংসদকক্ষে হট্টগোলের অভিযোগে তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের মোট ১২ জন সাংসদকে অধিবেশন থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন স্পিকার। শীতকালীন অধিবেশনেও বহিষ্কৃত হয়েছেন সাংসদরা। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ক্ষমা না চাইলে ওই ১২ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হবে না। এদিকে সরকার পক্ষের কাছে মাথা নোয়াতে নারাজ বিরোধীরা। যার জেরে শাসক বিরোধী তরজায় উত্তপ্ত সংসদের শীতকালীন অধিবেশন।
উল্লেখ্য, ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ বিরোধী দলের একাধিক শীর্ষ নেতৃত্ব ধরনা স্থলে এসেছেন। সব মিলিয়ে ১২ জন সাংসদের সাসপেনশনকে কেন্দ্র করে রাজধানীর রাজনীতি কোন খাতে বয় এখন সেটাই দেখার।
Comments are closed.