টানা ৪০ দিন ৭০০ মাইল একাই ট্রেক করে দক্ষিণ মেরু পৌঁছে গেলেন ব্রিটিশ আর্মি অফিসার হারপ্রীত চান্দি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।
বর্তমানে ব্রিটিশ আর্মিতে কর্মরত হারপ্রীত গত বছর নভেম্বর মাসে যাত্রা শুরু করেন। ৩ জানুয়ারি অভিযান শেষে আবেগপ্রবণ হারপ্রীত তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, আমি দক্ষিণ মেরুর বরফ ছুঁতে পেরেছি! এই মুহূর্তে আমার অনুভূতির ব্যাখ্যা দিতে পারব না। তিন বছর আগেও পৃথিবীর এই প্রান্ত সম্পর্কে আমি কিছুই জানতাম না। যাত্রাপথ কঠিন ছিল। কিন্তু আমি পেরেছি।
হারপ্রীত আরও বলেন, এই অভিযানটি আমার কাছে নিজের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি সবাইকে বলতে চাই, আত্মবিশ্বাসী হন। আমাদের সকলের মধ্যেই নিজের ক্ষমতাকে ছাপিয়ে যাওয়ার শক্তি রয়েছে।
দুঃসাহসিক এই অভিযানের জন্য দীর্ঘ আড়াই বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন হারপ্রীত। আইসল্যান্ডে বরফের মাঝে গিয়ে ট্রেকিং-এর ট্রেনিং নিয়েছেন। আইল্যান্ডের গ্লেসিয়ারে ট্রেক করেন। এবং প্রায় একমাস গ্রীনল্যান্ডে কাটান।
চান্দি তাঁর এই দীর্ঘ অভিযানের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে পোলার প্রীত নামে নিজের ব্লগে পোস্ট করতে থাকেন। ছবির পাশাপাশি যাত্রাপথের বর্ণনাও উঠে আসে তাঁর ব্লগে। ভারতের কথাও উঠে এসেছে তাঁর লেখায়। একটি জায়গায় তিনি লেখেন, ভারতীয় এবং এক পাঞ্জাবি নারী হিসেবে আমি গর্বিত।
হারপ্রীত চান্দি বর্তমানে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের মেডিক্যাল রেজিমেন্টের দায়িত্বে রয়েছেন। ২০১২ সালে ব্রিটিশ আর্মির রিজার্ভ ফোর্সে যোগ দেন হারপ্রীত। চাকরির পাশপাশি লন্ডনের কুইন ইউনিভার্সিটি থেকে স্পোর্টস এবং এক্সারসাইজ মেডিসিন নিয়ে মাস্টার্স করছেন হারপ্রীত।
দুঃসাহসিক এই অভিযানের জন্য সোশ্যাল মিডিয়ার অসংখ্য মানুষ হারপ্রীতকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্রিটিশ আর্মির তরফেও এই অভিযানের জন্য হারপ্রীতকে শুভেচ্ছা জানানো হয়।
Comments are closed.