কল্যাণ-কুণাল বাগযুদ্ধে এবার মদন মিত্রকে সতর্ক করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। জানা গিয়েছে, সোমবার দলের এক শীর্ষ স্থানীয় নেতার মাধ্যমে তাঁকে দলের বাইরে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
করোনা নিয়ে অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত মতামতকে ঘিরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং সাংসদ কল্যাণ ব্যানার্জির বাগযুদ্ধ প্রকাশ্যে আসে। এই বিষয়ে দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি সাংবাদিক বৈঠক করে দলের প্রত্যেকেই প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন। কল্যাণ-কুণাল ‘চ্যাপ্টার ক্লোজড’ হলেও সম্প্রতি এই বিষয় নিয়ে ফেসবুক লাইভে কয়েকটি বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির বিধায়ক। যা নিয়ে, এবার তাঁকে সতর্ক করল দলের শৃঙ্খলারক্ষা কমিটি।
সোমবার ফেসবুক লাইভে এসে মদন মিত্র পার্থ চ্যাটার্জিকে উদ্দেশ্য করে বলেন, আমি দলের বিরুদ্ধে বলছি না। কিন্তু কোথায় অভিযোগ জানাব? তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর নিরপত্তা কারণে হরিশ চ্যাটার্জি স্ট্রীটে যাওয়া হয়না। অভিষেক ব্যানার্জিকেও সবসময় পাওয়া যায় না। তারপরেই দলের মহাসচিবকে তাঁর কটাক্ষ, উনি যদি বলেন ওঁর বাড়ির তলায় যে দেহরক্ষী থাকে তাঁকে গিয়ে অভিযোগ জানিয়ে আসব। তাহলে আমি তাই করব।
মদন মিত্রের এই মন্তব্যের পরই ফের একবার দলের অন্দরে আলোচনা শুরু হয়। যার জেরে ফের একবার তাঁকে সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি। যদিও এ বিষয় নিয়ে এখনও প্রাক্তন পরিবহনমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.