১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। আর প্রথম দিনেই ৪৭ হাজার আবেদন জমা পড়েছে। ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন জমা নেওয়ার কাজ।
রাজ্য জুড়ে ১ হাজার ৩৯৬টি ক্যাম্প তৈরি করা হয়েছে। যেখানে চলছে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। মূলত নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের ছোটখাটো অসুবিধাগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এই কর্মসূচির মাধ্যমে। প্রথম দিনেই জমা পড়েছে ৪৭ হাজার ৯৭৪টি আবেদনপত্র। যার মধ্যে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত আবেদন পড়েছে ৪১ হাজার ৭৬৪ টি।
তৃতীয় বার ক্ষমতায় এসেই দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছিল মমতা সরকার। এরপর নতুন কর্মসূচি পাড়ায় সমাধান চালু করার কথা গত ডিসেম্বরে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু রাজ্যে করোনার তৃতীয় ঢেউ চলে আসার ফলে থমকে যায় এই কর্মসূচি। কিন্তু এখন কোভিড অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ১ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি।
Comments are closed.