দুয়ারে সরকারের পর পাড়ায় সমাধান, ২ জানুয়ারি থেকে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

দুয়ারে সরকারের বিপুল সাফল্যের পর এবার রাজ্য সরকার আনছে পাড়ায় সমাধান কর্মসূচি। এই কর্মসূচিতে বিভিন্ন ছোট কাজ, যেগুলো সামান্য সরকারি সহায়তায় করা সম্ভব, সেই কাজগুলো করা হবে। সোমবার বোলপুরের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাড়ায় সমাধান কর্মসূচি চলবে। এজন্য আলাদা টাস্ক ফোর্স তৈরি করা হবে।  

সোমবার মুখ্যমন্ত্রী জানান, এলাকায় বিভিন্ন ছোট খাটো কাজ, যেগুলো খুব সহজেই করতে পারে সরকার, এমন কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে ওই দেড় মাসের মধ্যে শেষ করা হবে। এলাকায় রাস্তা সংস্কারের মতো কাজ পাড়ায় সমাধান কর্মসূচিতে অন্তর্ভুক্ত। সংবাদপত্রে এনিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব আলাপন ব্যানার্জি। সরকারের স্লোগান, পাড়ায় সমাধান, নতুন বছরে নতুন অভিযান। দুয়ারে সরকারের মতোই পাড়ায় সমাধান কর্মসূচি মানুষের সহায়ক হবে বলে মনে করছে নবান্ন। 

Comments are closed.