সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। কার্যত গোটা দেশ তাকিয়ে রয়েছে এই ভোটের দিকে। এবার প্রচারে গিয়ে দলীয় কর্মীদের টার্গেট স্থির করে দিলেন অমিত শাহ। শুক্রবার একটি জনসভা থেকে তাঁর হুঙ্কার, ইস বার ৩০০ পার। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে ৩০০-এর বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। আর যা নিয়েই রাজনৈতিক মহলে কটাক্ষ, পাল্টা কটাক্ষ শুরু হয়েছে।
গত বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৩১২ টি আসন। বিজেপি সমর্থকদের একাংশের দাবি, সেই সাফল্যের নিরিখে এবারেও তারা ৩০০ এর বেশি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে চলছে। যদিও বিরোধীরা পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে।
বিরোধীদের অনেকে বলছেন, সম্প্রতি অমিত শাহ এই ধরণের দাবি যে যে রাজ্যে করেছে সেখানেই তাঁর ঠিক করে দেওয়া টার্গেটের আশেপাশেও পৌঁছাতে পারেনি বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে ২০০ এর বেশি আসন পাবে বিজেপি এমনটা দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পেয়েছিল ৭৭ টি। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও তাই হয়েছে।
সব মিলিয়ে বিজেপি উত্তরপ্রদেশে ৩০০ গন্ডি পেরোতে পারে কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.