যুদ্ধবিধ্বস্থ ইউক্রেনে পাঁচ ইউক্রেনিয় সেনা সমবেত হয়ে যন্ত্রসঙ্গীত পরিবেশন করছেন। তাঁদের সেই আনন্দের মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেখানে পিছনে উড়ছে ইউক্রেনের পতাকা। আর শোনা যাচ্ছে, ববি ম্যাকফেরিনের বিখ্যাত গানের সুর ডোন্ট ওরি বি হ্যাপি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই আনন্দঘন মুহূর্তের ছবি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৪ দিন পূর্ণ হল। রাশিয়া অনেকবার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও ফের বোমা বর্ষণ করেছে ইউক্রেনের মাটিতে। এরমধ্যে যুদ্ধবিধ্বস্থ ইউক্রেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা জানাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির কাছে একটি খোলা চিঠি লিখেছেন ইউক্রেনের ফার্স্টলেডি তথা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তিনি জানতে চেয়েছেন, আর কতদিন চলবে এই গণহত্যা? পৃথিবীর শক্তিশালী দেশগুলির কাছে তাদের ক্ষমতাবলে যুদ্ধ বিরতি সম্ভব কিনা, তা জানতে চেয়েছেন তিনি।
এরমধ্যেই ভাইরাল হল সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ৫ সেনা আনন্দে থাকার বার্তা দিচ্ছেন দেশবাসীকে। তাঁদের বার্তা খারাপ পরিস্থিতির মধ্যেও মনে আশা রেখে বেঁচে থাকা যায়। দেশের হয়ে লড়াইয়ে নেমে তাঁদের এই যন্ত্রসঙ্গীত পরিবেশন দেখে অনেক নানা মন্তব্য করেছেন। কেউ কেউ ইউক্রেনের পাশে থাকার বার্তা দিয়েছেন। লিখেছেন, ভিডিও দেখার পর চোখের জল ধরে রাখতে পারিনি। আসুন সবাই মিলে আমরা ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আবার অনেকে লিখেছেন, এই ভিডিও আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা।
Comments are closed.