দাম বাড়ল পেট্রল ডিজেলের, মহার্ঘ্য রান্নার গ্যাসও 

পাঁচ রাজ্যের ভোট মিটতেই এক লাফে ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। ১৩৭ দিন পর ফের দাম বাড়ল পেট্রল ডিজেলেরও। সোমবার মাঝরাত থেকে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৯২৬ টাকা থেকে বেড়ে হল ৯৭৬ টাকা। দীর্ঘ দিন অপরিবর্তিত থাকার পর পেট্রল-ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৮৩ এবং ৮৪ পয়সা। 

দাম বাড়ার জেরে মঙ্গলবার থেকে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ১০৫ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৬২ পয়সা। বিরোধীদের অভিযোগ, পাঁচ রাজ্যের ভোট থাকার জন্যই এতদিন জ্বালানির দাম বাড়ায়নি কেন্দ্র। আশঙ্কা ছিল ভোট মিটতেই ফের দাম বাড়াবে পেট্রল ডিজেল এবং রান্নার গ্যাসের। সেই সম্ভবনাই সত্যি হল। 

জ্বালানি পণ্যের দাম বাড়ার ফলেই ফের একবার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়তে চলেছে। যার ফলে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। টানা দু’বছর করোনার জেরে অর্থিনীতির হাল বেহাল। বেশিরভাগ মানুষের রোজগার কমেছে। এর মধ্যেই ফের একবার জিনিসপত্রের দাম বাড়ায় নাজেহাল অবস্থা আম-আদমির। জ্বালানিয়ার দাম বাড়া নিয়ে বিরোধীরাও কেন্দ্রের তীব্র সমালোচনা করেছে।  

Comments are closed.